নেত্রকোনার পূর্বধলায় নতুন অনলাইন পত্রিকা “ দৈনিক শিক্ষার খবর ” এর পরীক্ষা মুলক প্রচার আজ (৩জুলাই) থেকে শুরু হয়েছে। প্রথমে পত্রিকাটি দৈনিক শিক্ষার আলো নামে প্রকাশিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারন বসত তা পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে দৈনিক শিক্ষার খবর। মূলত শিক্ষা বিষয়ক খবরের প্রাধান্য দিয়ে আলোর পথ দেখানোর প্রত্যয় নিয়ে অনলাইনের মাধ্যমে পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হবে। অন্যান্য খবরাখবরও প্রকাশের স্থান পাবে। খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে পত্রিকাটি প্রচারে আসবে। প্রিয় পাঠক ও সুভানুধ্যায়ীদের কাছে নিবেদন পত্রিকাটির পথ চলায় আপনাদের সুপরামর্শ প্রত্যাশা করছি। -সম্পাদক।
Good