শিক্ষার্থীদের বিনামূল্যে ইন্টারনেট প্যাকেজ সুবিধা দেওয়ার শর্তে অনলাইনে ক্লাস নিতে রাজি হয়েছে দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো। বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন (ইউজিসি) বলছে, এ বিষয়ে সরকারের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে অনলাইনে কেবল ক্লাস হবে। পরীক্ষা ও ব্যবহারিক ক্লাস আপাতত করা যাবে না।
বৃহস্পতিবার ইউজিসির সঙ্গে অনলাইনে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের এক সভায় এসব কথা বলা হয়েছে।
সভায় যুক্ত থাকা ইউজিসির একজন সদস্য বলেন, উপাচার্যরা প্রায় সবাই উপলব্ধি করেছেন বিদ্যমান পরিস্থিতিতে অনলাইনের ক্লাসের বিকল্প নেই। তবে তারা যে শর্ত দিয়েছে সেটির সঙ্গে ইউজিসিও একমত । ইন্টারনেট প্যাকেজের বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে আলোচনা শুরুও হয়েছে।
সভায় বলা হয়েছে,যারা ইতিমধ্যে ক্লাস শুরু করেছে তারা সেটি আরও সম্প্রসারণ করবেন। আর যারা এখনো শুরু করেনি তারাও শুরু করবেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে শিক্ষা কার্যক্রম শুরু করলেও বিভিন্ন বাস্তব সমস্যার কারণে সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো পুরোপুরি অনলাইনে ক্লাস শুরু করতে পারেনি। কোনো কোনো বিশ্ববিদ্যালয় বিচ্ছিন্নভাবে অনলাইনে ক্লাস নিচ্ছে। এখন সবাই একযোগে শর্ত দিয়ে রাজি হয়েছে।